Book-উমরাহ সফরের গল্প এবং কথা বলো যয়তুন বৃক্ষ ২টি বই একত্রে (প্যাকেজ)
উমরাহ সফরের গল্প এবং কথা বলো যয়তুন বৃক্ষ ২টি বই একত্রে (প্যাকেজ)

উমরাহ সফরের গল্প এবং কথা বলো যয়তুন বৃক্ষ ২টি বই একত্রে (প্যাকেজ)

লেখক : আরিফ আজাদ

প্রকাশনী : সুকুন পাবলিশিং

বিষয় : হজ্জ-উমরাহ ও কুরবানি, কবিতা, ভ্রমণ

ভাষা : বাংলা

পৃষ্ঠা : 249, সংস্করণ : 1st editon, 2025

উমরাহ সফরের গল্প একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের হাতে নির্মিত একটি আদিম গৃহ যেখানে পৌঁছুবার জন্য প্রতিটি বিশ্বাসী হৃদয়ে রয়েছে সুপ্ত আকুলতা। নিবিষ্ট চিত্তে, শুভ্র সফেদ বসনে আবৃত হয়ে আল্লাহর বান্দাগণ চক্রাকারে ঘুরছে সেই গৃহটিকে ঘিরে—যেন তারা কোনো মানুষ নয়

...
আরো পড়ুন

উমরাহ সফরের গল্প
একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের হাতে নির্মিত একটি আদিম গৃহ যেখানে পৌঁছুবার জন্য প্রতিটি বিশ্বাসী হৃদয়ে রয়েছে সুপ্ত আকুলতা। নিবিষ্ট চিত্তে, শুভ্র সফেদ বসনে আবৃত হয়ে আল্লাহর বান্দাগণ চক্রাকারে ঘুরছে সেই গৃহটিকে ঘিরে—যেন তারা কোনো মানুষ নয়, আসমান থেকে নেমে আসা ফেরেশতাদের দল।

মরুভূমির পর মরুভূমি। তার মাঝে পাথুরে পাহাড়। গা ঝলসানো রোদ সেখানে। সেই পাথুরে পাহাড়ের উপত্যকায় আসলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা—মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁকে আপন করল আরেকটি নান্দনিক শহর—মদিনা।

মক্কা এবং মদিনা—বিশ্বাসী মনে এই দুটো শহর যেন কল্পলোকের কোনো নগরীর মতো যার পরতে পরতে আঁকা আছে স্মৃতি আর স্বপ্ন। যার বাতাসে আছে চিত্তহারী ঘ্রাণ। যার আলোতে আছে দৃষ্টিকে ছাপিয়ে যাওয়ার শক্তি। এই দুটো শহরজুড়ে নবিজির এত স্মৃতি ছড়িয়ে আছে যে—একবার সেখানে যে পৌঁছায়, সেই মায়া জীবনেও তার পিছু ছাড়ে না।

কথা বলো যয়তুন বৃক্ষ
‘মাঝে মাঝে ভাবি
যদি স্মৃতি প্রতারণা করত
আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে;
সাড়ে চৌদ্দ’শ বছর আগে।
নবিজির দেখা পাওয়ার আশা পেলে
আমি নিঃসংকোচে
হাটে মাঠে বিক্রি হতে রাজি
আরব আর অনারব—
যতো খুশি আমার বুকের ওপর তুলে দিক শক্ত পাথর।
নবিজির আলিঙ্গন পেলে
বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই।’

398 ৳ 530 ৳ (25% ছাড়ে)

রিভিউ এবং রেটিং

0 review for উমরাহ সফরের গল্প এবং কথা বলো যয়তুন বৃক্ষ ২টি বই একত্রে (প্যাকেজ)

রিভিউ লিখতে হলে অনুগ্রহ করে লগইন করুন